১৯ অক্টোবর ২০২৩


আজমিরীগঞ্জ ছাত্রলীগে যোগ দেয়া নিয়ে সংঘর্ষ

শেয়ার করুন

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জ সরকারী ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীতে সদ্য ভর্তিকৃত শিক্ষার্থীদের ছাত্রলীগে যোগ দেয়ার বিষয়কে ঘিরে সিনিয়র ও জুনিয়রের মধ্যে বাক-বিতন্ডার জের ধরে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৮/১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা হলেন- ইমরান হোসেন হিমেল, শাহাদৎ হোসেন তাজ, সীমান্ত, সুফিয়ান কাউসার অপুর্ব, ইমরান হোসেন, রাজন, তারেক।

বুধবার রাতে এসংঘর্ষ ঘটে।

গুরুতর আহত অবস্থায় সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর সদ্য ভর্তিকৃত শিক্ষার্থী ইমরান হোসেন হিমেল এবং শাহাদাৎ হোসেন তাজকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, বুধবার দুপুরে আজমিরীগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের ছাত্রলীগের সভাপতি ও পৌরসভার নগর গ্রামের ফয়সল মিয়ার পুত্র ফাহিম আহমেদ ইমন একাদশ শ্রেণীতে সদ্য ভর্তিকৃত কয়েকজন শিক্ষার্থীকে ছাত্রলীগে যোগ দিতে বলে এসময় শিক্ষার্থীরা বিষয়টি নিয়ে পরে সিদ্ধান্ত নিবে বলে জানায়।

এনিয়ে কলেজ ছাত্রলীগ সভাপতি ইমনের সাথে পৌরসভার শরীফ নগরের বাসিন্দা নবী হোসেন মিয়ার পুত্র একাদশ শ্রেণীর সদ্য ভর্তিকৃত শিক্ষার্থী সুফিয়ান কাওছার অপুর্ব একই এলাকার ইমরান হোসেন হিমেল ও রাব্বির বাক-বিতণ্ডা বাঁধে। বাক-বিতন্ডা এক পর্যায়ে ইমন তাদের বেদড়ক মারপিট করে। এসময় কলেজের অন্য শিক্ষার্থীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে যান। উভয়পক্ষের পরিবারে বিষয়টি জানাজানি হলে মুরব্বীদের মধ্যস্থতায় রাত ৯ টায় শালিসে নিস্পত্তির সিদ্ধান্ত নেয় উভয় পরিবারের লোকজন।

কিন্তু রাত সাড়ে সাতটায় ইমনের মামাতো ভাই তারেকের সাথে কাটবাজার এলাকায় পুনরায় হিমেল ও রাব্বির বন্ধুদের মধ্যে হাতাহাতির ঘঠনা ঘটে।

এরই জেরধরে রাত আনুমানিক আটটায় ইমনের পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পৌর এলাকার টান হিমেল ও অপুর স্বজন যুবলীগ নেতা সৌরভের বাসায় হামলা চালালে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে। এর এক পর্যায়ে থানা সংলগ্ন এলাকায় উভয় লোকজনের মধ্যে ইট পাটকেল ছোড়াছুড়ির ঘটনা ঘটে।

এসময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘঠনায় বাজারের ব্যাবসায়ীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। পর আহত অবস্থায় শাহাদাৎ হোসেন তাজ হাসপাতালে চিকিৎসা নিতে গেলে ইমনের স্বজনরা হাসপাতালের ভিতরেই তার উপর হামলা চালিয়ে তাকে মারপিট করে। এসময় আজমিরীগঞ্জ থানার একদল পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

আজমিরীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ বলেন, কলেজে দুই গ্রুপের মধ্যে কথাকাটির জেরে সংঘর্ষ বাঁধে। তবে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুন