১ জানুয়ারি ২০২৪


চুনারুঘাটে প্রবাসী ঐক্য পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

শেয়ার করুন

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট প্রবাসী ঐক্য পরিষদের উদ্যােগে শীতবস্ত্র বিতরণ সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল ১০ টায় চুনারঘাট উপজেলা হল রুমে ২৭০ জন অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

সংগঠনের উপদেষ্টা ইদ্রিস মিয়ার সভাপতিত্বে ও সহ-সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান ও সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব লুৎফর রহমান মহালদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সৈয়দ লিয়াকত হাসান সাহেব, প্রিন্সিপাল এম মুখলেসুর রহমান।

পবিত্র আল কুরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এতে কুরআন থেকে তেলাওয়াত পাঠ করেন করেন সহ ত্রান বিষয়ক সম্পাদক নানু মিয়া। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের পৃষ্ঠপোষক শাহজাহান খানের।

এছাড়াও বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক জুয়েল মিয়া,যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক মিয়া, সহ সাংগঠনিক আব্দুল্লাহ আল নোমান, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম পিন্টু, সহ অর্থ সম্পাদক ইমরান,দপ্তর সম্পাদক ইসমাইল তালুকদার,প্রচার সম্পাদক জুয়েল আহমেদ,ত্রান বিষয়ক সম্পাদক মোশাহিদ আলম, ক্রিড়া বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সুমন,সহ-ক্রিড়া বিষয়ক সম্পাদক তামিম আহমেদ, সমাজ কল্যাণ সম্পাদক সুমন মিয়া, সদস্য দরবেশ আলী প্রমুখ

সংগঠন সভাপতি তাজুল ইসলাম সজল ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম মিয়া বলেন এই শীতবস্ত্র বিতরনে যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে এত সুন্দর আয়োজন সম্পূর্ণ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। সবার দোয়া কামনা করি, প্রতি বছর যেনো আরো সুন্দর করে এমন আয়োজন করতে পারে চুনারুঘাট প্রবাসী ঐক্য পরিষদ জন্য দোয়া রইল। সর্বদা মানবতার কাজ করে যাচ্ছে মাহে রমজানে ইফতার সামগ্রী বিতরণ, অসুস্থ রোগী চিকিৎসা সহায়তা, মসজিদ ও মাদ্রাসায় আর্থিক সহয়তা করেন থাকেন।

শেয়ার করুন