১৪ আগস্ট ২০২৪


চোরাই চিনি লুটে জড়িত বিএনপির দুই নেতা বহিষ্কার

শেয়ার করুন

নজরুল হোসেন: সিলেটে মধ্যরাতে ট্রাকভর্তি চোরাই চিনি লুট করতে গিয়ে স্থানীয় জনতার মাধ্যমে পুলিশের হাতে ধরা আটক হন মহানগর বিএনপির ওয়ার্ড শাখার দুই নেতাসহ ছয়জন। এ ঘটনার তাৎক্ষণিক অনুসন্ধান করে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় দুই নেতাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। এদিকে চিনি ছিনতাইয়ের এ ঘটনায় পুলিশ আরও চারজনকে আটক করেছে। তারা হলেন, সিলেট সদর উপজেলার বটেশ্বরের মলাইটিলার বাসিন্দা মনির আহমদ (৩২), জৈন্তাপুরের বাঘেরখালের তোফায়েল আহমদ (২৬) ও মো. শাহীন আহমদ (২৫) এবং গোয়াইনঘাটের ফতেহপুর তৃতীয়খণ্ডের নজরুল ইসলাম (৪২)।

সোমবার সকালে সিলেট মহানগর বিএনপি বিজ্ঞপ্তি দিয়ে দুই নেতাকে বহিষ্কার করে।

এর আগে রবিবার রাতে সিলেটের ওসমানীনগর থানার ঢাকা-সিলেট মহাসড়কের সাদিপুর সেতু এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

বহিষ্কৃত দুজন হচ্ছেন, সিলেট সিটি করপোরেশনের ২৫নং ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক মো. সোলেমান হোসেন সুমন (৪২) এবং ২৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আবদুল মান্নান (৪৩)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কাজে জড়িত থাকায় সিলেট সিটি করপোরেশনের ২৫নং ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক মো. সোলেমান হোসেন সুমন এবং ২৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আবদুল মান্নানকে দল হতে বহিষ্কার করা হলো।

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি খবরের কাগজকে বলেন, ‘কোনো অপকর্মে দলীয় নেতা-কর্মীদের ন্যুনতম জড়িত থাকার সংবাদ পেলে সাংগঠনিকভাবে পদক্ষেপ নেওয়া হবে। চিনিকাণ্ডে দুজনের জড়িত থাকার বিষয়টি রাতে প্রকাশ পাওয়া মাত্র আমরা ১২ ঘন্টার মধ্যে এই ব্যবস্থা নিয়েছি।’

বিএনপির দুই নেতা ও এই চারজনসহ মোট ছয়জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার পরিদর্শক (তদন্ত) আরাফাত জাহান চৌধুরী।

তিনি জানান, এক ট্রাক চিনিসহ দুটি মাইক্রোবাস ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, সিলেট সীমান্ত থেকে ভারতীয় চোরাই চিনির ট্রাকটি ধাওয়া করে আটক করা হয়। পরে বিএনপির দুই নেতাসহ কয়েকজন শেরপুর এলাকায় ট্রাকটি ছিনতাইয়ের চেষ্টা করেন। স্থানীয় জনতা বুঝতে পেরে তাদের আটক করে পুলিশকে খবর দেয়। তখন আটক দুজন নিজেদের বিএনপি নেতা পরিচয় দিয়ে নিজেদের ছাড়ানোর চেষ্টা করেছিলেন।

শেয়ার করুন