১ জানুয়ারি ২০২৪
শাহ্ মাশুক নাঈম, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলাধীন লক্ষীপুর ইউনিয়নের অন্তর্গত রসরাই হযরত শাহ্জালাল দারুসুন্নাহ হিঃকোঃ দাখিল মাদ্রাসায় উৎসবমূখর পরিবেশে বই বিতরণ উৎসব সম্পন্ন হয়েছে। সোমবার দুপুর ১১টায় বই উৎসব অনুষ্ঠানে নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়।
বই বিতরণ উৎসবে উপস্থিত ছিলেন রসরাই হযরত শাহ্জালাল দারুসুন্নাহ হিঃকোঃ দাখিল মাদ্রাসা সুপার মাওলানা শাহ্ মাশুক নাঈম, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি স্হানীয় ওয়ার্ড মেম্বার ফারুক আহমদ।
ডুবাই যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল আহমদ বাবুল,বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, সংবাদ কর্মী আব্দুস ছালাম, মাদ্রাসার সহকারী শিক্ষক মনোয়ার বেগম, ক্বারী জিয়াউল হক, আলেক মিয়া প্রমূখ।