১ জানুয়ারি ২০২৪


সিলেট ৩ : আঞ্চলিকতায় দুলাল, নৌকায় এগিয়ে হাবিব

শেয়ার করুন

সাদিকুর রহমান চৌধুরী : আর মাত্র কয়েকদিন পরই অনুষ্ঠিত হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। এখন চলছে নির্বাচনের শেষ মুহুর্ত্রে প্রচার প্রচারণা। প্রার্থী ও তাদের সমর্থকরা দিনরাত প্রচারণা চালিয়ে নিজেদের পক্ষে ভোট বাড়াতে ব্যস্ত সময় পাড় করছেন নিজ নিজ এলাকায়। ভোটাররাও চায়ের কাপে ঝড় তুলছেন নানা আলোচনা সমালোচনায়।

সিলেট নগরীঘেষা সিলেট-৩ আসনেও বইছে সমানতালে নির্বাচনী আমেজ। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব সহ মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল আলোচনায় রয়েছেন ২ জন। ভোটারদের ধারণা ভোটের লড়াই হবে নৌকার প্রার্থী হাবিবুর রহমান হাবিব ও স্বতন্ত্র প্রার্থী ইহতেশামুল হক চৌধুরী দুলাল এর মধ্যেই। এই দুই প্রার্থীর মধ্যে লড়াইয়ের বেশ কয়েকটি কারণও রয়েছে। তার মধ্যে প্রধান দু’টি কারণের মধ্যে একটি হলো দুজনেই ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নেতা আর দ্বিতীয়টি হলো আ লিকতা। আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের বাড়ি দক্ষিণ সুরমা উপজেলায় ও ইহতেশামুল হক চৌধুরীর বাড়ি বালাগঞ্জ উপজেলায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দক্ষিণ সুরমা উপজেলার বাসিন্দা হাবিবুর রহমান হাবিবের নিজ উপজেলায় জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ আতিকুর রহমান সহ বাকী পাঁচ প্রার্থীর বাড়িও।

এদিক থেকে সুবিধাজনক অবস্থানে রয়েছেন ইহতেশামুল হক চৌধুরী দুলাল। তার উপজেলায় তিনি একক প্রার্থী। অপর দিকে, বড় শক্তি বা নিয়ামক ভোগ করছেন হাবিবুর রহমান হাবিব। তিনি সরকার দলীয় নৌকার প্রার্থী হিসেবে সিলেট-৩ আসনের প্রত্যেকটি এলাকায় রয়েছে তার ভোটব্যাংক। এমন কী ইহতেশামুল হক চৌধুরীর বাড়ি বালাগঞ্জ উপজেলায় ব্যাপক উন্নয়ন কাজ করানোর ফলে সেখানেও রয়েছে নৌকার ভোট। জানতে চাইলে জেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও সিলেট ৩ আসনের ভোটার,ফারুক আহমদ সুমন জানান, ইহতেশামুল হক চৌধুরী ও হাবিবুর রহমান দুজনই আওয়ামিলীগের নেতা,একজন নৌকা প্রতিক পেয়েছেন ,আরেকজন দলীয় প্রতিক পাননি, ব্যবধান এটুকু, তবে যে প্রার্থি দলীয় নেতাকর্মিদের সুখে দুখে পাশে থাবেন তিনি দলীয় সুবিধা ভোগ করবেন,আর তার প্রমান পাওয়া যাবে ৭ তারিখ নির্বাচনে। সব মিলিয়ে নৌকার প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে ইহতেশামুল হক চৌধুরীর পক্ষে পেছনে ফেলা সহজ হবে না বলে মন্তব্য বিশ্লেষকদের।

অন্যদিকে, আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব(নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী ইহতেশামুল হক চৌধুরী (ট্রাক) ছাড়া আর কোন প্রার্থীকে প্রচার-প্রচারণায় তেমন দেখা মিলছে না। যদিও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী শেখ জাহেদুল রহমান মাসুম (মোমবাতি)তার কর্মী সমর্থকদের নিয়ে গণসংযোগ করতে দেখা গেছে মাঝে মধ্যে। তিনি দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করে তার পরিকল্পনার কথা তুলে ধরেছেন।
এছাড়া জাতীয় পার্টির মোহাম্মদ আতিকুর রহমান (লাঙ্গল)সহ আরও কয়েকজন প্রার্থীর পোষ্টার দেখা গেলেও কোথাও তাদের গণসংযোগ বা মিটিং মিছিলের খবর পাওয়া যায়নি।

সিলেট-৩ আসনে দলীয় ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব(নৌকা), জাতীয় পার্টির মোহাম্মদ আতিকুর রহমান (লাঙ্গল), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী শেখ জাহেদুল রহমান মাসুম(মোমবাতি), ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী আনোয়ার হোসেন আফরোজ(আম), ইসলামী ঐক্যজোটের প্রার্থী মো. মইনুল ইসলাম(মিনার), স্বতন্ত্র প্রার্থী ইহতেশামুল হক চৌধুরী (ট্রাক) ও মো. ফখরুল ইসলাম (ঈগল)।

সিলেটের দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ এবং বালাগঞ্জ উপজেলা ও সিসিকের ৬টি ওয়ার্ড নিয়ে জাতীয় সংসদের ২৩১ নং আসন সিলেট-৩। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮৬ হাজার ৪৫৩ জন। এর মধ্যে ভোটার পুরুষ ১ লাখ ৯৬ হাজার ১৬৭ জন ও নারী ভোটার ১ লাখ ৯০ হাজার ২৮৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার (হিজড়া) রয়েছেন একজন।

শেয়ার করুন