১৬ অক্টোবর ২০২৩
ডেস্ক রিপোর্ট : এশিয়া মধ্যে বৃহত্তম হাওর হাকালুকির সৌন্দর্য উপভোগের জন্য পর্যটক টানতে এখানকার হাল্লা পাখিবাড়ির (বঙ্গবন্ধু পুরস্কারপ্রাপ্ত) জীববৈচিত্র সংরক্ষণ ও হাওর কেন্দ্রিক ইকোট্যুরিজমের উন্নয়নে ১০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প শুরু হয়েছে। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে কাজটি ২ বছরের মধ্যে বাস্তবায়ন করবে মৌলভীবাজার বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।
সিলেট বিগের মৌলভীবাজার বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সূত্রে জানা গেছে, এ প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে- পাখিদের বাসা বাঁধা, বিশ্রাম উপযোগী গাছ-পালার সংরক্ষণ ও হাওরের পরিবেশের সাথে অভিযোজিত উদ্ভিদ প্রজাতির বনায়ন সৃজনের মাধ্যমে আবাসস্থলের উন্নয়ন ও প্রাকৃতিক পুনর্জন্মের সুরক্ষা করা। পাখি সংরক্ষণ সম্পর্কিত গবেষণা ও প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় জনগনের সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধিকরণ। ইকোট্যুরিজম পরিবেশ গড়ে তোলার জন্য প্রয়োজনীয় স্থাপনাসহ সুযোগ সুবিধা বৃদ্ধিকরা ও বিকাশ সাধন। পাখিবাড়ি সংলগ্ন হাওরের উপর নির্ভরশীল স্থানীয় জনগোষ্ঠীর জীবিকা নির্বাহের জন্য এআইজি কার্যক্রমের সহাযতায় স্থানীয় সম্প্রদায়ের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা। স্থানীয় জনগণের দক্ষতা উন্নয়ন ও স্বত:স্ফুর্ত অংশগ্রহনের মাধ্যমে হাকালুকি হাওরের পাখিকূলের দীর্ঘমেয়াদী আবাসস্থল সংরক্ষণ।
অন্যদিকে, ইকোট্যুরিজম উন্নয়নে পর্যটকদের জন্য আবাসিক রুম, রিসিপশন, সভা ও প্রশিক্ষণ কক্ষ, কিচেন ও ইনিং সম্বলিত তিন তলা বিশিষ্ট রিসোর্ট, পুরুষ ও নারীদের জন্য শৌচাগার, দুটি নন্দন প্রবেশ গেট, ফুট ট্রেইল, সাবমারসিবল ওয়াকিং ট্রেইল, আর সিসি বসার বেঞ্চ, দিক নির্দেশনামূলক সাইনেজ স্থাপন করা হবে। পাশাপাশি এখানে জেটি, ইঞ্জিন চালিত ফাইবার বডি বোট, পর্যটকদের লেকে চলাচলের জন্য প্যাডেল বোটও রাখা হবে।