৬ ডিসেম্বর ২০২৩


গোয়াইনঘাট-হাকুরবাজার সড়কে ভাড়া বৃদ্ধি : প্রতিবাদে স্মারকলিপি প্রদান

শেয়ার করুন

গোয়াইনঘাট প্রতিনিধি  : গোয়াইনঘাট উপজেলার গোয়াইনঘাট-হাকুরবাজার সড়কে হঠাৎ করে বেড়েছে সিএনজিচালিত অটোরিকশার ভাড়া। এতে দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা।

ভুক্তভোগী যাত্রীরা সিএনজি চালকদের এমন হয়রানি বন্ধের দাবিতে স্মারকলিপি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে।

আরও পড়ুন : মাল্টার ভিসা না হওয়ায় মেজরটিলায় যুবকের আত্মহত্যা

আরও পড়ুন : বিলুপ্তপ্রায় সিলেটের বেতশিল্প

গত সোমবার উপজেলার ডৌবাড়ি ইউনিয়নের প্রায় অর্ধশত লোকের স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ‘কতিপয় স্বার্থান্বেষী মহল তাদের স্বার্থ হাসিলে হঠাৎ করে যাত্রী প্রতি ১০ টাকা করে ভাড়া বাড়িয়ে দেয়। উপজেলার হাকুরবাজার থেকে গোয়াইনঘাট পর্যন্ত মাত্র ৭ কি. মি. রাস্তার নিয়মিত ভাড়া ছিল ২০ টাকা। যা হঠাৎ করে সিন্ডিকেটের মাধ্যমে ১০ টাকা বাড়িয়ে ৩০ টাকা করা হয়েছে। হঠাৎ ভাড়া বৃদ্ধিতে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে এলাকাজুড়ে।’


সাধারণ জনতা সরকারের উপর দোষ চাপাচ্ছেন উল্লেখ করে স্মারকলিপিতে আরও বলা হয়, ‘এ বিষয়ে জরুরী ভিত্তিতে আইনানুগ ব্যবস্থাগ্রহণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী এলাকাবাসী।’


এ বিষয়ে গোয়াইনঘাট সিএনজি উপ-পরিষদের এক দায়িত্বশীল জানান, হাকুরবাজার এলাকার মুরুব্বিদের সঙ্গে আলোচনা করে আমরা কয়েকটি বৈঠকের মাধ্যমে গত শুক্রবার ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছি। ২০০৬ সাল থেকে বর্তমান পর্যন্ত কোন ভাড়া বৃদ্ধি হয় নাই। তিনি বলেন,দেশে সবধরনের জিনিসপত্রের দাম বেড়েছে। সেই তুলনায় ৩০ টাকা কোন অতিরিক্ত ভাড়া নয়।

পাকা ধানে কারেন্ট পোকার আক্রমণ : দিশেহারা আজমিরীগঞ্জের চাষিরা

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান বলেন, ‘আমি এখনো স্মারকলিপিটি দেখি নি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, সম্প্রতি গোয়াইনঘাটে ভাড়া নিয়ে চালক-যাত্রী সংঘর্ষে পৃথকভাবে দুইজনের প্রাণহানিসহ বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনা ঘটেছে।

এএস // আতারা

শেয়ার করুন