২৪ অক্টোবর ২০২৩


প্রতিমা বিসর্জনে ওসমানীনগরে দুর্গোৎসব সম্পন্ন

শেয়ার করুন

ওসমানীনগর প্রতিনিধি : বিজয়া দশমীর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সিলেটের ওসমানীনগরে সম্পন্ন হল শারদীয় দুর্গা উৎসব। মঙ্গলবার উপজেলার ৩৪ টি পূজা মণ্ডপে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সমাপ্ত হল পাঁচ দিনব্যাপী এ উৎসবের । এদিন দুপুর ২ ঘটিকার সময় গোয়ালাবাজার তেরহাতি সার্বজনীন পূজা মণ্ডপসংলগ্ন পুকুরে প্রতিমা বিসর্জন করেন মণ্ডপ কমিটির নেতৃবৃন্দরা।

এছাড়া বিকাল সাড়ে ৩ টার দিকে মোবারকপুর মহামায়া যুব সংঘ, কাশিপাড়া শিববাড়ি , গোয়ালাবাজার কেন্দ্রীয় কালী মন্দির পূজামাণ্ডপের প্রতিমা বিসর্জনের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন পূজা উদযাপন কমিটি ।

ওসমানীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চয়ন পাল বলেন, সুষ্ঠু ও সুন্দরভাবে প্রতিমা বিসর্জনের মাধ্যমে এ বছর উপজেলার ৮টি ইউনিয়নের ৩৪টি মণ্ডপে শারদীয় দুর্গা উৎসবের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকছুদুল আমিন বলেন, উপজেলার স’কয়টি মণ্ডপে সুষ্ঠুভাবে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। প্রতিমা বিসর্জন শেষে আগত পূজারী ভক্তদের মণ্ডপ থেকে বাড়ী ফিরে যাওয়া পর্যন্ত পুলিশের টিম উপস্থিত ছিল। তিনি সুষ্ঠুভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় এবং পুলিশকে সার্বিক সহযোগিতা করায় উপজেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এএস // মলয়

শেয়ার করুন