২২ আগস্ট ২০২৩


দোয়ারাবাজারে মাদকাসক্ত যুবক আটক: ৭ দিনের কারাদণ্ড

শেয়ার করুন

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় এক মাদক সেবনকারীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২১ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রব্বানী চৌধুরী পুলিশ ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলার সুরমা ইউনিয়নের গিরিশনগর গ্রামের মানিক মিয়ার ছেলে জসিম উদ্দিন (২৭) কে গিরিশনগর এলাকা হতে গাঁজা সেবনের সময় সরঞ্জমাদিসহ হাতেনাতে আটক করেন।

আটককৃত গাঁজা সেবনকারীকে তাৎক্ষণিক মোবাইল কোর্টে ভ্রাম্যমাণ আদালত ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল হাসান।

শেয়ার করুন