১৬ মার্চ ২০২৩


ইউপি নির্বাচন : সিলেটে ৮ ইউনিয়নের ৫টিতে নৌকাডুবি

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেটের ৮ ইউনিয়নের মধ্যে ৫টিতে নৌকার  ভরাডুবি হয়েছে। ৩টিতে বিজয়ী হয়েছে সরকার দল আওয়ামী লীগের নৌকা। সিলেট সদর উপজেলার একটিতেই নৌকা জয় লাভ করতে পারেনি।

সিলেট সদর উপজেলার ৩টিতেই নৌকার ভরাডুবি হয়েছে। যথাক্রমে- ৩নং খাদিমনগর ইউনিয়নে বিজয়ী হয়েছেন- বর্তমান চেয়ারম্যান দিলোওয়ার হোসেন,  ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বদরুল ইসলাম আজাদ এবং ৬নং টুকের বাজার ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. সফিকুর রহমান জিতেছেন।

বৃহস্পতিবার (১৬ মার্চ) বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলেজানা গেছে- সিলেটের সদর উপজেলার ৩টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, ৩টিতেই নৌকার ভরাডুবি হয়েছে। এরমধ্যে খাদিমপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকে নির্বাচিত হয়েছেন বদরুল ইসলাম আজাদ। তার করছে নৌকা প্রতীকের প্রার্থী মো. নজরুল ইসলাম পরাজিত হয়েছেন।

খাদিমনগর ইউনিয়নে সরকারি দল আওয়ামী লীগের নৌকার প্রার্থী ইকবাল আহমদ পেয়েছেন ১১ হাজার ৫৬০ ভোট। আর স্বতন্ত্র প্রার্থী দিলোওয়ার হোসেন (বিএনপি) ও চশমা প্রতিকে পেয়েছেন ১২ হাজার ৩৫০ ভোট। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে এ দু’জনই প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মোট ৭৯০ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন দিলোয়ার।

উপজেলার টুকের বাজার ইউনিয়নে বেসরকারিভাবে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী চা-শ্রমিক রাজু গোয়ালাকে হারিয়ে চেয়ারম্যান পদে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. সফিকুর রহমান বিজয়ী হয়েছেন। বিজয়ী প্রার্থী মো. সফিকুর রহমান আনারস প্রতীকে ৭১৮৮টি ভোট পেয়েছেন।এ ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে লড়াই করে চা শ্রমিক নেতা রাজু গোয়ালা পেয়েছেন ৪৩১০টি ভোট। আর চশমা প্রতীকের প্রার্থী রফিক আহমদ পেয়েছেন ৮২৬টি ভোট। সিলেট সদর উপজেলার ৩টি ইউনিয়নে মোট ১৩জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে খাদিমনগরে ২জন, খাদিমপাড়ায় ৮ ও টুকেরবাজারে ৩ জন।

এদিকে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নে ভোট গণনা শেষে বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী- ৩ ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা এবং  দুইটিতে বিএনপি ও অন্যান্য মিলে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। ফেঞ্চুগঞ্জের দুই ইউনিয়নে বেসরকারী হিসেবে নৌকার ভরাডুবি হয়েছে।

উপজেলার ১নং সদর ইউনিয়নে তায়ফুর রহমান শাহিন নৌকা প্রতীক নিয়ে বিজয়ী , ২নং মাইজগাঁও ইউনিয়নে জুবেদ আহমেদ চৌধুরী শিপু বিজয়ী হয়েছেন নৌকা প্রতীক নিয়ে এবং ৩নং ঘিলাছড়া ইউনিয়নেও সাইফুল ইসলাম মনা নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। বাকি দুই ইউনিয়নের মধ্যে ৪নং উত্তর কুশিয়ারা ইউনিয়নে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপি নেতা আহমেদ জিলু। তিনি লড়াই করেছেন আনারস প্রতীক নিয়ে। ৫নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আবজাল হোসাইন। তিনি ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।

ফেঞ্চুগঞ্জ উপজেলার পাঁচ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বৃহস্পতিবার  ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। সবগুলো ইউনিয়ন পরিষদেই ভোটগ্রহণ হয় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) । ইউনয়িনগুলো হচ্ছে ফেঞ্চুগঞ্জ, মাইজগাঁও, ঘিলাছড়া, উত্তর কুশিয়ারা ও উত্তর ফেঞ্চুগঞ্জ। পাঁচ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২৪ জন, সাধারণ সদস্য পদে ১৭২ ও সংরক্ষিত নারী আসনে ৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রকাশিত খসড়া অনুযায়ী উপজেলার ৫টি ইউনিয়নে ৯৪ হাজার ২৩৮ জন ভোটার রয়েছেন। এরমধ্যে পুরুষ ৪৮ হাজার ৩১৭ ও নারী ৪৫ হাজার ৯২১ জন।

শেয়ার করুন