১৯ সেপ্টেম্বর ২০২১


ব্রেন স্টেশন ২৩ প্রেসেন্ট ফাদার টিম মেমোরিয়াল প্রোগ্রামিং কনটেস্ট ২.০

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : পৃথিবীতে বিভিন্ন দেশে প্রোগ্রামাররা তাদের কর্ম দক্ষতার মাধ্যমে প্রোগ্রামিংকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হয়েছেন। উন্নত বিশ্ব গঠনে এবং প্রযুক্তির বিকাশ সাধনে প্রোগ্রামিং নতুন মাত্রা যুক্ত করেছে। ২০২০ সালের ২৪ শে অক্টোবর “ফাদার টিম মেমোরিয়াল প্রোগ্রামিং কনটেস্টটি” প্রথম যাত্রা শুরু করে। তারই সূত্র ধরে, এই বছর নটরডেম ইনফরমেশন টেকনোলজি ক্লাব অনুষ্ঠিত দ্বিতীয় বার্ষিক প্রোগ্রামিং কনটেস্ট “দা সিকুয়েল অফ এফটিএমপিসি (FTMPC) ১.০, ফাদার টিম মেমোরিয়াল কনটেস্ট ২.০” এর আয়োজন করা হয়েছে। বাংলাদেশের অন্যতম বড় এবং ভিন্ন মাত্রার এই প্রোগ্রামিং কনটেস্টে, সারা বাংলাদেশের স্কুল এবং কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন অনলাইনে রেজিস্ট্রেশন করার মাধ্যমে। ২১শে সেপ্টেম্বর ২০২১ রেজিস্ট্রেশনের সর্বশেষ দিন। দেশের বিভিন্ন জেলার প্রতিযোগীদের অংশগ্রহণের সুবিধার্থে, শিক্ষার্থীদেরকে বিনামূল্যে রেজিস্ট্রেশন করার সুযোগ করে দেওয়া হয়েছে। এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ এর জন্য বাংলাদেশের যেকোন প্রান্ত থেকে শিক্ষার্থীরা এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করতে পারবেন।

এই প্রতিযোগিতার প্রধান উদ্দেশ্যই হলো বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে সেরা প্রোগ্রামারদের বাঁছাই করে তাদের পুরস্কৃত করা এবং সম্মাননা দেয়া। যার ফলে, তাদের মনোবল বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে তারাই বিশ্ব দরবারে নিজের দেশের প্রতিনিধিত্ব করবেন। এই কনটেস্টটি প্রধানতো ফাদার রিচার্ড উইলিয়াম টিম এর স্মরণে আয়োজন করা হয়; যিনি নটরডেম কলেজের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম একজন ব্যক্তিত্ব ছিলেন। এছাড়াও তিনি নটরডেম কলেজের ষষ্ঠ অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। প্রোগ্রামিং কনটেস্টটিতে অংশগ্রহণ করার নিয়ম-কানুনগুলো ধারাবাহিকভাবে উল্লেখ করা হলো:

★স্কুল এবং কলেজের সকল শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবেন ( বিশেষ করে এইচএসসি ২০২০, ২০২১ এবং ২০২২ ব্যাচ)
★পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন (চতুর্থ বর্ষ এবং তার পূর্ববর্তী বর্ষ)
★কনটেস্টটি ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড ইন ইনফরমেটিক্সের ফরমেটে অনুষ্ঠিত হবে।
★ প্রতিযোগিরা পরীক্ষার সময় শুধুমাত্র সি এবং সি++ প্রোগ্রামিং ভাষা ব্যবহার করতে পারবেন।
★কনটেস্টটি “কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।”
★সকল প্রতিযোগীকেই কাস্টম হ্যান্ডেল ব্যবহার করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে।
★প্রতিযোগিতায় অংশগ্রহণের পূর্বেই প্রতিযোগীদেরকে ইমেইলের মাধ্যমে সব কিছু জানিয়ে দেওয়া হবে।

প্রশ্ন নির্ধারক এবং প্রধান অতিথি সমূহ :
★জাহিদ সাবুর।
প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার, ডিরেক্টর, গুগল।
★ফাহিম ফেরদৌস নির্ঝর।
সফটওয়্যার ইঞ্জিনিয়ার গুগল।
★প্রীতম কুন্ডু।
আইসিপিসি ওয়াল্ড ফিনালিস্ট।
★শাহেদ শাহরিয়ার।
সফটওয়্যার ইঞ্জিনিয়ার গুগল।
★তনময় দত্ত।
সফটওয়্যার ইঞ্জিনিয়ার গুগল।

প্রতিযোগিতার পুরস্কারসমূহ :
এই প্রতিযোগিতায় প্রধানত দুই ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয় :
★অংশগ্রহণকারী হিসেবে: বাংলাদেশের মধ্যে নটরডেম কলেজে ইনফরমেশন টেকনোলজি ক্লাবই প্রথম, যারা স্কুল এবং কলেজ লেভেল এর প্রতিযোগিতার জন্য অথেন্টিক গোল্ড, সিলভার এবং ব্রঞ্চ মেডেলের ব্যবস্থা করেছেন। এছাড়াও প্রত্যেকজন বিজয়ী ক্রেস্ট এবং সার্টিফিকেট পাবেন।
★ক্যাম্পাস অ্যাম্বাসিডর হিসেবে :
অফিসিয়াল ক্যাম্পাস অ্যাম্বাসেডরদের মধ্যে তিনজন অ্যাম্বাসেডরকে ক্রেস্ট এবং সার্টিফিকেট দেয়া হবে। এছাড়াও দশজনকে সম্মানসূচক সার্টিফিকেট প্রদান করা হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেকজন
প্রতিযোগির জন্য সার্টিফিকেট এবং গিফট ভাউচার থাকবে।

ব্রেন স্টেশন ২৩ প্রেসেন্ট ফাদার টিম মেমোরিয়াল প্রোগ্রামিং কনটেস্ট ২.০ সারা বাংলাদেশের একযোগে অনলাইন প্লাটফর্মে ২৪শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেকজন প্রতিযোগির জন্য সার্টিফিকেট এবং গিফট ভাউচার রয়েছে।

শেয়ার করুন