২৬ এপ্রিল ২০২০


ছাতক ও দোয়ারাবাজার থানাকে ২ টি গাড়ী প্রদান

শেয়ার করুন

ছাতক প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার ছাতক থানা ও দোয়ারাবাজার থানার দৈনন্দিন কাজে ব্যবহারের জন্য লাফার্জ-হোলসিম বাংলাদেশ লিমিটেড ২ টি গাড়ী প্রদান করেছে। গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সুনামগঞ্জ জেলা পুলিশের কাছে দুটি গাড়ী হস্তান্তর করা হয়। লাফার্জ-হোলসিম বাংলাদেশ এর পক্ষে প্ল্যান্ট ম্যানেজার হারপাল সিং এবং কান্ট্রি সিকিউরিটি লীড মুনতাসির আহমদ উভয় থানার অফিসার ইন-চার্জ এর নিকট গাড়ী দুটি হস্তান্তর করেন। এসময় সুনামগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার মোঃ বিল্লাল হোসেন উপস্থিত ছিলেন।

 
গাড়ী দুটি উভয় থানার দৈনিন্দিন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানান সুনামগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার মোঃ বিল্লাল হোসেন। তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে দেশে এখন ক্রান্তিকাল চলছে, এমন সময় লাফার্জ হোলসিম বাংলাদেশ এর এই উদ্যোগ প্রশংসার দাবী রাখে। তিনি সুনামগঞ্জ পুলিশ এর পক্ষ থেকে লাফার্জ-হোলসিম কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
 
লাফার্জ-হোলসিম বাংলাদেশের কান্ট্রি সিকিউরিটি লীড মুনতাসির আহমদ বলেন, স্থানীয় পুলিশ প্রশাসনের পাশে দাড়াতে পেরে লাফার্জ-হোলসিম বাংলাদেশ আনন্দিত এবং আমরা বিশ্বাস করি এর মাধ্যমে স্থানীয় জনসাধারন উপকৃত হবেন। সুনামগঞ্জের ছাতকে অবস্থিত সুরমা প্ল্যান্টে গাড়ী হস্তান্তর অনুষ্ঠানে কোম্পানি এবং সুনামগঞ্জ জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন