৩০ অক্টোবর ২০২৩


হরতালের দিনে হেলিকপ্টারে চড়ে বিয়ে করলেন বিশ্বনাথের প্রবাসী যুবক

শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক : বিএনপি-জামায়াতের ডাকা হরতালের দিনে হেলিকপ্টারে চড়ে বিয়ে করলেন সিলেটের বিশ্বনাথ উপজেলার প্রবাসী যুবক নুরুল আলম। রোববার (২৯ অক্টোবর) সিলেট কুশিয়ারা আন্তর্জাতিক কনভেনশন হলে তাদের বিয়ে সম্পন্ন হয়।

বর নুরুল আলম বিশ্বনাথ উপজেলার নতুনবাজার ভাটশালার মানিক মিয়ার ছেলে।


সিলেট নগরীর লালাদিঘির পার এলাকার বাসিন্দা মোহাম্মদ মখলিসুর রহমান ও হেলেনা বেগমের একমাত্র মেয়ে ইভা আক্তার ইফতিয়ার সঙ্গে বিয়ে হয় তার। হেলিকপ্টারে চড়ে তিনি বিয়ের অনুষ্ঠানে আসলে ভিড় জমে মানুষের।

নুরুল ও তার স্ত্রী

 

বরের চাচা ফজলু মিয়া বলেন, আমার ভাতিজা যুক্তরাজ্য প্রবাসী। তার ইচ্ছেমত আমরা একটি হেলিকপ্টারে করে তাকে বিয়ে করাতে নিয়ে আসি। আপনারা সবাই দোয়া করবেন তারা যেন সুখময় দাম্পত্য উপভোগ করে।

এএস // আতারা

শেয়ার করুন