১ জানুয়ারি ২০২৪
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে ২০পিছ ইয়াবাসহ শাহেদ আহমদ (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের কায়স্থগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শাহেদ মছকাপুর গ্রামের মৃত সুরুজ আলীর পুত্র। সে ২টি মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামী বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের কায়স্থগ্রাম সাকিনস্থ কায়স্থগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে শাহেদকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ওসি মোঃ মাছুদুল আমিন।