১ জানুয়ারি ২০২৪


নানান আয়োজনের মধ্যে দিয়ে নতুন বছরকে বরণ করলো সিলেট স্টেশন ক্লাব

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট: ২০২৩ কে বিদায় জানিয়ে ২০২৪ কে বরণ করে নিয়েছি সিলেট স্টেশন ক্লাব লিমিটেড। সোমবার ভোররাত ১২টা ১মিনিটে ক্লাবের হলরুমে কেক কেটে নতুন বছরকে স্বাগত জানানো হয়।

শতবর্ষের ঐতিহ্যবাহি ক্লাবে প্রতি বছরের ন্যায় এ বছরোও ক্লাব সদস্য ও পরিবারবর্গকে নিয়ে নানান আয়োজনের মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান, কেক কাটা, আলোচনা সভার আয়োজন করা হয়। প্রবীন-নবীন, সদস্যদের পরিবারবর্গ এই অনুষ্ঠান উপভোগ করেন।

নবনির্বাচিত প্রেসিডেন্ট মঞ্জুর আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও ভাইস প্রেসিডেন্ট এ কে এম মামুনুর রশীদ এর পরিচালনায় উপস্থিত ছিলেন, পরিচালক (অর্থ ও পরিকল্পনা বিভাগ) মো. তাহমিনুল ইসলাম খান এডভোকেট, পরিচালক (ব্যবস্থাপনা বিভাগ) আব্দুল্লাহ আহমদ, পরিচালক (উন্নয়ন ও আবাসিক বিভাগ) নেহাল মোহাম্মদ হাসনাইন, পরিচালক (ক্রীড়া বিভাগ) মুফতি এ এস শামীম আহমদ, পরিচালক (বিনোদন বিভাগ) মিসবা উদ্দিন চৌধুরী রূপন, পরিচালক (সাংস্কৃতিক বিভাগ) গৌতম চক্রবর্ত্তী, পরিচালক (আপ্যায়ন বিভাগ) কামাল হাসান। সাবেক ভাইস প্রেসিডেন্ট শাহ মো: মোশাহিদ আলী এডভোকেট, সাবেক পরিচালক (ব্যবস্থাপনা বিভাগ) সুদীপ রঞ্জন সেন বাপ্পু প্রমুখ। কোম্পানি সেক্রেটারি পরাগ কান্তি দেব অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন। বিজ্ঞপ্তি

শেয়ার করুন