১ জানুয়ারি ২০২৪
মৌলভীবাজার প্রতিনিধি : বছরের প্রথম দিনে সারাদেশের ন্যায় মৌলভীবাজারেও বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে।
সোমবার সকালে মৌলভীবাজার শহরের আলী আমজদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. খোরশেদ আলম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বই তোলে দেন জেলা প্রশাসক ড. ঊর্মি বিনতে সালাম।
বই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটি) বর্ণালী পাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন চৌধুরী।
শহরের বিভিন্ন বিদ্যালয় ঘুরে দেখা যায়, বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে কোমলমতি শিক্ষার্থীরা ছিল উচ্ছ্বসিত। অভিবাবক ও শুভাকাঙ্ক্ষীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমান জানিয়েছেন, মৌলভীবাজারের সাত উপজেলায় ৪ শত ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে মোট শিক্ষার্থী ২ লাখ ৭৫ হাজার ১৭৯ জন। এবার ২৯ লাখ ৫৩ হাজার ৩৭৫ টি বই বিতরণ করা হবে। এবং আগামী এক সপ্তাহের মধ্যে জেলার সব শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়া হবে।
জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাতে নতুন বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে পড়াশোনায় মনোনিবেশ করতে পারে, সে লক্ষ্যে তিনি এই যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে আজ আমরা বই উৎসব করেছি।