১ জানুয়ারি ২০২৪


সিলেট-৬ : নৌকা ছেড়ে সোনালী আঁশের প্রচারণায় আওয়ামী লীগ

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচন করছেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। স্বতন্ত্র প্রার্থী হয়েছেন কানাডা আওয়ামী লীগের সাবেক সভাপতি সরওয়ার হোসেন। এ কারণে নির্বাচনী এলাকার দুই উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দ্বিধাবিভক্ত। ওই আসেন আওয়ামী লীগের আরেকটি পক্ষের সৃষ্টি হয়েছে। এরা নাহিদ ও সরওয়ারকে ছেড়ে কিংস পার্টি হিসেবে পরিচিত তৃণমূল বিএনপির প্রার্থী শমসের মুবিন চৌধুরীর পক্ষে প্রকাশ্য প্রচারে নেমেছে। তারা শমসেরের পক্ষে কাজ করতে দলীয় নির্দেশনা পেয়েছে বলেও আওয়ামী লীগের একটি সূত্র দাবি করেছে।

আওয়ামী লীগের নেতারা নৌকা ছেড়ে তৃণমূলের সোনালী আঁশের প্রচারে নামায় রাজনৈতিক মহল ও ভোটারদের মধ্যে হাস্যরসের সৃষ্টি হচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা মঞ্জুর শাফি চৌধুরী এলিমের নেতৃত্বে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের একটি গ্রুপ রোববার থেকে প্রকাশ্যে শমসের মুবিনের পক্ষে মাঠে নেমেছে।

দুপুরে গোলাপগঞ্জের বিভিন্ন এলাকায় তারা গণসংযোগ করেন। এরপর কদমতলী পয়েন্টে শমসেরের পক্ষে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মঞ্জুর শাফি চৌধুরী। গোলাপগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক আহমদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহেল আহমদ, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা স্বপন কান্তি কর, নুরুল আলম, ইউসুফ আলী, জয়নাল আবেদীন পুতুল, তাজির উদ্দিন, মামুন আহমদ প্রমুখ।

সভায় আওয়ামী লীগ নেতারা শমসের মুবিনের জন্য ভোট চেয়ে বলেন, ‘দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে এবং গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য শমসের মুবিনকে প্রয়োজন। তাই সোনালী আঁশে ভোট দিয়ে তাকে বিজয়ী করতে হবে।’

রোববার সন্ধ্যার পর গোলাপগঞ্জের ঘাঘুয়া গ্রামে আরেকটি পথসভায়ও প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুর শাফি চৌধুরী এলিম। এই সভায়ও আওয়ামী লীগের আরও কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। পরে তারা উপজেলার ঢাকাদক্ষিণ এলাকায় গণসংযোগ করেন।

গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর শাফি চৌধুরী এলিম সোবানী আশের পক্ষে প্রচারণা চালানোর কথা স্বীকার করে বলেন, জাতির বৃহত্তর স্বার্থে শমসের মুবিনের পক্ষে কাজ করছি। তিনি আমার উপজেলার কৃতি সন্তান। তিনি বিজয়ী হলে গোলাপগঞ্জের কাঙ্ক্ষিত উন্নয়ন হবে।

শেয়ার করুন