৩০ ডিসেম্বর ২০২৩


সিলেট জেলা প্রেসক্লাব পরিবার উৎসব সম্পন্ন

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট: বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে সিলেট জেলা প্রেসক্লাব পরিবার উৎসব অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। পরিবার উৎসবের আয়োজনের মধ্যে ছিল সংগঠনের সকল সদস্য এবং পরিবারের সদস্যদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা, রাতে সংগঠনের সদস্যদের পরিবার এবং আমন্ত্রিত অতিথিদের ভোজ, আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সবশেষে আনন্দঘন র‌্যাফেল ড্র।

শনিবার সিলেট নগরীর একটি অভিযাত হোটেলে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ক্লাব সভাপতি হাসিনা বেগম চৌধুরী।

তিনি বক্তব্যে বলেন, সাংবাদিকতা একটি মহৎ পেশা। একটি সুন্দর সমাজ বিনির্মাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। সাংবাদিকরা গণমাধ্যমের গুরুত্বপূর্ণ অংশ। গনমাধ্যম হচ্ছে সরকারের সাথে জনগনের যোগসূত্রের মাধ্যম। কারণ আমাদের সকল আচার অনুষ্ঠানগুলো এই মাধ্যমে তুলে ধরা হচ্ছে। সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে এ পেশায় দায়িত্ব পালন করে থাকেন। তাদের পরিবারকে ভালো করে সময় দিতে পারেন না। তাই আজকের এ আয়োজনে পরিবারের সদস্যরা কিছুটা হলেও আনন্দ পাবেন।

আলোচনা সভা শেষে সাংবাদিক ও তাদের স্ত্রী-সন্তানদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন ডা. জহিরুল ইসলাম অচিনপুরী, বাউল ইকবাল শাই, বাউল বশির উদ্দিন, জেলা পুলিশের শিল্পী নিতাই রায় ও ত্বন্নী

শেয়ার করুন