৩১ ডিসেম্বর ২০২৩


থার্টি ফার্স্ট নাইট : নগরীতে আতশবাজি-পটকা নিষিদ্ধ (ভিডিও)

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে নগরীতে সকল প্রকারের পটকা, আতশবাজি নিষিদ্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। সিলেট জেলা প্রশাসক শেখ রাসেল হাসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে তা জানানো হয়।

বিজ্ঞপ্তি তিনি উল্লেখ করেন- ৩১শে ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট বা ইংরেজি নববর্ষ উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের গত ৫ই ডিসেম্বর অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী সিলেট জেলার জনসাধারণের জনস্বাস্থ্য রক্ষা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিশ্চিতকরণের লক্ষ্যে ওই দিন ৩১শে ডিসেম্বর সন্ধ্যা ৬ ঘটিকা থেকে ১লা জানুয়ারি দিবাগত রাত ১২ ঘটিকা পর্যন্ত সকল প্রকারে আতশবাজি, পটকা ও আগুন দিয়ে ফানুস ওড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

উল্লেখ্য, থার্টি ফার্স্ট উপলক্ষে বিগত কয়েকবছর যাবৎ ইংরেজি বর্ষবরণ অনুষ্ঠান পালনের সময় আতশবাজি ও পটকার কারণে ভয়াবহ শব্দ দূষণের পাশাপাশি পাড়া মহল্লায় আতঙ্ক বিরাজ করে। এ ছাড়াও আগুন দিয়ে রঙিন ফানুস ওড়ানোর ঘটনায় দেশের বেশ কয়েকটি স্থানে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছিলো।

 

শেয়ার করুন