৩১ ডিসেম্বর ২০২৩
হবিগঞ্জ প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে হবিগঞ্জের চারটি আসনে জমে উঠেছে নির্বাচনি প্রচারণা। এর মধে হবিগঞ্জ-৩ বাদে বাকি তিনটি আসনে শক্ত প্রতিদ্বন্দ্বী থাকায় দ্বিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। জেলার চারটি আসনে ৩১ জন প্রার্থী থাকলেও অন্যদের তেমন প্রচারণায় দেখা যাচ্ছে না।
হবিগঞ্জ-১
এ আসনে এবার নির্বাচনে আওয়ামী লীগ মনোনয়ন দেয় বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা ডা. মুশফিক হুসেন চৌধুরীকে। পরবর্তী সময়ে দলীয় সিদ্ধান্তে তার মনোনয়নপত্র প্রত্যাহার করে জাতীয় প্রার্থীর সাবেক এমপি এমএ মুনিম চৌধুরী বাবুকে ছেড়ে দেওয়া হয়। এ আসনে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে মূলত সংরক্ষিত আসনের সাবেক এমপি স্বতন্ত্র প্রার্থী আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী (ঈগল)।
এছাড়াও এখানে প্রার্থী হিসেবে আছেন স্বতন্ত্র প্রার্থী গাজী মোহাম্মদ শাহেদ, ইসলামী ঐক্যজোট বাংলাদেশের মোস্তাক আহমেদ ফারহানী, কৃষক শ্রমিক জনতা লীগের মো. নুরুল হক।
হবিগঞ্জ-২
এ আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ দলীয় বর্তমান এমপি অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ খান (ঈগল), জাতীয় পার্টির শংকর পাল, কৃষক শ্রমিক জনতা লীগের মনমোহন দেবনাথ, ইসলামী ঐক্যজোটের শেখ হিফজুর রহমান, তৃণমূল বিএনপির খাইরুল আলম, বিএনএমএর এসএএম সোহাগ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ আব্দুল হামিদ, বাংলাদেশ কংগ্রেসের মো. জিয়াউর রশিদ।
তবে এর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগ প্রার্থী ময়েজ উদ্দিন শরীফ রুয়েল (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ খানের (ঈগল) মধ্যে।
হবিগঞ্জ-৩
এ আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির (নৌকা)। এ আসনে বাস্তবে তার কোনো শক্তিশালী প্রতিদ্বন্দ্বী না থাকায় অনেকটাই নিশ্চিন্তে রয়েছেন তিনি।
অন্য প্রার্থীরা হলেন—জাতীয় পার্টির এমএ মুমিন চৌধুরী বুলবুল, বিএনএম-এর মো. বদরুল আলম সিদ্দিকী, বাংলাদেশ তরিকত ফেডারেশনের মো. আদম আলী, ন্যাশনাল পিপলস পার্টির মো. আব্দুল কাদির, জাকের পার্টির আনসারুল হক, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. আবদুল ওয়াহেদ, বাংলাদেশ কংগ্রেসের মো. নোমান হাসান, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. শাহিনুর রহমান।
হবিগঞ্জ-৪
এ আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। তার বিপরীতে শক্ত প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
অন্য প্রার্থীরা হচ্ছেন—জাতীয় পার্টির আহাদ উদ্দিন চৌধুরী, বাংলাদেশ কংগ্রেসের মো. আল আমিন, ইসলামী ঐক্যজোট বাংলাদেশের আবু ছালেহ, বিএনএম-এর মো. মুখলেছুর রহমান, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. আব্দুল মুমিন, বাংলাদেশ সাংস্কৃতিক ঐকজোটের মো. রাশেদুল ইসলাম খোকন।