১৮ সেপ্টেম্বর ২০২৩


জমিয়তে তালাবার উদ্যোগে সিরাতুন্নবি প্রবন্ধ প্রতিযোগিতা 

শেয়ার করুন

আবু তালহা রায়হান
‘রবিউল আউয়াল মাসে আমাদের আয়োজন,নবিজীবনের গল্পে আমাদের বিচরণ’ এই প্রতিপাদ্য নিয়ে পবিত্র রবিউল আউয়াল মাসে সিরাতুন্নবি (সা.) প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করেছে জমিয়তে উলামার ছাত্রসংগঠন জমিয়তে তালাবা বাংলাদেশ।
বিষয়টি নিশ্চিত করে সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে জমিয়তে তালাবার কেন্দ্রীয় সভাপতি মাওলানা জুনায়েদ শামসী আজকের সিলেটকে বলেন,বিশ্ব যেখানে প্রযুক্তির সঙ্গে প্রতিযোগিতায় নেমে ধর্ম বিসর্জন দিয়ে কর্মে ব্যস্ত, সেখানে ‘জমিয়তে তালাবা বাংলাদেশ’ কর্মের সাথে ধর্মের মিল রেখে আয়োজন করেছে পবিত্র ‘সিরাতে রাসুল (সা.) প্রবন্ধ প্রতিযোগিতা-২০২৩।’

নবিজির (সা.) সিরাত চর্চায় ছাত্রদের মনোযোগী করার মহৎ অভিপ্রায় নিয়ে এমন আয়োজন উল্লেখ করে তিনি বলেন,বর্তমান বিশ্বের অধিকাংশ  মানুষ ডুবে আছেন অন্য এক পৃথিবীতে। যে পৃথিবীতে নেই নববি চরিত্রের কোন অস্তিত্ব। ফলস্বরূপ পরবর্তী প্রজন্মের কাছে  থাকবে না নবিজীবনের ছোঁয়া। দিনের পর দিন মানুষ হয়ে উঠবে উশৃঙ্খল ও বিকৃত মস্তিষ্কের। 

মাওলানা শামসী আরও বলেন,বিশ্বমানবের আইডল হজরত মুহাম্মাদ (সা.)। যাঁর জীবনজুড়ে রয়েছে অগণিত পুণ্যের গল্প। যাঁর প্রতিটি কদমে কদমে রয়েছে আমাদের জন্য উত্তম শিক্ষা।সেই মহামানবের জীবনের প্রতিটি পাতা যদি আমাদের জীবনের প্রতিটি ধাপে প্রতিষ্ঠিত করতে পারি;তাহলেই আমরা সফল।
প্রবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুকদের আগামী ২৬শে সেপ্টেম্বরের মধ্যে ৫০ টাকা নিবন্ধন ফি প্রদান করে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে; এবং আগামী ৮ অক্টোবর-২০২৩ এর ভেতর নির্ধারিত প্রতিনিধির কাছে অথবা ই-মেইলে  প্রবন্ধ জমা দিতে হবে। প্রতিযোগিতা সংশ্লিষ্ট দায়িত্বশীলগণ ব্যতীত বাংলাদেশের যেকোন প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। প্রবন্ধে সংক্ষিপ্তকারে নবুওয়তের পূর্ব থেকে নিয়ে তিরোধান পর্যন্ত প্রতিটি ধাপের বিবরণ উল্লেখ করতে হবে। লেখা কম্পোজ করে অথবা কম্পোজ বিহীন (অভার রাইটিং ছাড়া) জমিয়তে তালাবার উপজেলা প্রতিনিধি কিংবা ই-মেইলে ([email protected] নির্ধারিত) জমা দিতে হবে। প্রবন্ধ জমা হওয়ার পর সিরাত কনফারেন্স করে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। কপি বা অন্যের লেখা চুরি করে তৈরি করা কোনো প্রবন্ধ গ্রহণযোগ্য হবে না।প্রবন্ধ পাঁচ থেকে দশ পৃষ্ঠার মধ্যে সীমাবদ্ধ হতে হবে।
উল্লেখ্য, প্রতিযোগিতায় ১ম স্থান অর্জনকারী পাবেন ‘আল বেদায়া ওয়ান নেহায়া ‘।২য় স্থান অর্জনকারী পাবেন ‘সিরাত বিশ্বকোষ (১১ খণ্ড)।
৩য় স্থান অর্জনকারী পাবেন ‘সিরাতুন নবি ৩ খণ্ড (কালান্তর প্রকাশনী)। এছাড়াও  সেরা ১১ প্রতিযোগীর জন্য রয়েছে বিশেষ পুরস্কার।
 নিবন্ধন করতে যোগাযোগ করুন 01788-906031 (সভাপতি),01728418590 (সম্পাদক),01757385697 ( সাংগঠনিক সম্পাদক)।

শেয়ার করুন