১ সেপ্টেম্বর ২০২৩


বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী : নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির পক্ষ থেকে কিছুক্ষণের মধ্যেই শোভাযাত্রা বের করা হবে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়ক থেকে এ কর্মসূচি শুরু হবে। এরই মধ্যেই শোভাযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশ চলছে।

ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম।

এর আগে মহানগরের বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা নয়াপল্টনে এসে জড়ো হন।

এর  মধ্যেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, মীর সরফত আলী সপুসহ বিএনপিও এর অঙ্গ সহযোগী সংগঠনিক সংঘের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত রয়েছেন।

সমাবেশ শেষ করেই শোভাযাত্রা শুরু হবে। শোভাযাত্রা বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে ফকিরাপুল মোড়, নটরডেম কলেজ, শাপলা চত্ত্বর, ইত্তেফাক মোড় হয়ে রাজধানী মার্কেটে গিয়ে শেষ হবে।

শেয়ার করুন