৩০ আগস্ট ২০২৩


সাঈদীর জানাযার ছবির সাথে যুক্ত করে বঙ্গবন্ধুর জানাযার ছবি প্রকাশ : আইনজীবির মামলা

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে মানহানিকর তথ্য প্রচার করায় ময়মনসিংহ সাইবার ট্রাইবুনাল আদালতে মামলা করেছেন এক আওয়ামী লীগ নেতা।

মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে সাইবার ট্রাইবুনাল আদালতে জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল বাদি হয়ে মামলার আবেদন করেন। পরে বিচারক বজলুর রহমান অভিযোগটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্ট্রিগেশনকে (পিবিআই) তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলায় আসামির হলেন- খাইরুল ইসলাম ও ফারুক আহম্মেদ। বাকি ১০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

আরও পড়ুন: মাদরাসাছাত্রী ধর্ষণের অভিযোগে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করে বলেন, আসামিরা পরস্পর যোগসাজসে বঙ্গবন্ধুর জানাজার ছবি ও রাজাকার সাঈদীর জানাজার ছবি এক সঙ্গে করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্টসহ নানা ধরনের বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচার করেছে। এতে বঙ্গবন্ধু ও বাংলাদেশ আওয়ামী লীগের ভাবমূর্তি, সুনাম ক্ষুন্ন হয়েছে। এঘটনায় আমি মর্মাহত হয়ে আদালতে মামলা করেছি।

বাদি পক্ষে এই মামলাটি পরিচালনা করেন, অ্যাডভোকেট মাহবুব আলম মামুন, পীযূষ কান্তি সরকার, শফিকুল ইসলাম, এবিএম নুরুজ্জামান খোকন, মফিজ উদ্দিন মণ্ডল, মোজাক্কির হোসেন, স্বপন কুমার সরকার, মোজাম্মেল হকসহ প্রায় ১২জন আইনজীবী।

শেয়ার করুন